বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অসমে কংগ্রেসে ভাঙন

  •    
  • ৩০ ডিসেম্বর, ২০২০ ০৯:২৮

টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে অসমে পরাস্ত হয় কংগ্রেস। সেই পরাজয়ের পেছনেও ছিল দলের ভাঙন।

ভাঙন দেখা দিয়েছে অসমের কংগ্রেসে। এরই মধ্যে দলের দুই বিধায়ক ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন।

যোগ দেয়ার লাইনে আরও অনেকেই রয়েছেন বলে দাবি বিজেপির। তবে দলছুটরা কংগ্রেস নেতৃত্বের দুর্বলতাকেই দায়ী করছেন।

মঙ্গলবার পদ থেকে ইস্তফা দিয়ে অসমে কংগ্রেসের দুই বিধায়ক অজন্তা নেওগ ও রাজদীপ গোয়ালা বিজেপিতে যোগ দিয়েছেন। অজন্তা রাজ্যের সাবেক মন্ত্রী। রাজদীপ প্রয়াত মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালার ছেলে।

এই দলবদলের ফলে বিরোধী দলনেতার পদটিও খোয়াতে চলেছে শতাব্দী প্রাচীন দলটি। বিজেপি এরই মধ্যে বিরোধী দলনেতার ইস্তফা দাবি করেছে।

টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে অসমে পরাস্ত হয় কংগ্রেস। সেই পরাজয়ের পেছনেও ছিল দলের ভাঙন। রাজ্য কংগ্রেসের সেই সময়ের অন্যতম মুখ, তখনকার অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা যোগ দেন বিজেপিতে।

হিমন্ত কংগ্রেস ছাড়তেই বিজেপি বাড়তি শক্তি নিয়ে লড়াইয়ে নামে।

আঞ্চলিক দলের সঙ্গে জোট করে গঠন করে সরকার। সেই সরকারেরও অর্থমন্ত্রী হন হিমন্ত বিশ্বশর্মা। তিনি এখন বিজেপির অন্যতম ভোট কুশলী।

২০২১ সালের বিধানসভা ভোটের আগেও ভাঙছে কংগ্রেস। দলের ভাঙন রুখতে তেমন কোনো উদ্যোগও চোখে পড়ছে না। তাই বিজেপির এবারের টার্গেট, জোটের বদলে একক শক্তিতে ক্ষমতায় আসা।

রাজ্য বিধানসভার ১২৬ আসনের মধ্যে গতবার ২৬টি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা পেয়েছিল কংগ্রেস। বিরোধী দলনেতা হয়েছিলেন দেবব্রত শইকিয়া। কিন্তু এখন ভোটের আগে তিনি সেই পদ খোয়াতে চলেছেন।

কারণ ২৬ থেকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে ২০ জনে। এক জন বিধায়ক লোকসভা সদস্য নির্বাচিত হওয়ায় তার আসনটি খালি হয়। আরেক জন আগেই বিজেপিতে যোগ দেন। মারা গিয়েছেন কংগ্রেসের দুই বিধায়ক।

মঙ্গলবার দুই বিধায়ক সদস্যপদ ত্যাগ করায় বড় ধাক্কা খেল কংগ্রেস।

বিজেপির দাবি, রাজ্যের কংগ্রেসের আরও অনেক নেতাই বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন।

মঙ্গলবার দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিত দাস, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

হিমন্ত বলেন, ‘মিশন ১০০ আমাদের টার্গেট। বিজেপি ১০০ আসনে জিতবেই। উন্নয়নের স্বার্থেই মানুষ ভোট দেবে বিজেপিকে।’

অন্যদিকে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার অভিযোগ, বিজেপি ভয় দেখিয়ে অথবা টাকার লোভ দেখিয়ে কংগ্রেস ভাঙাচ্ছে। বিধানসভার ভোটে কংগ্রেসের জয়ের বিষয়ে তিনি আশাবাদী।

এ বিভাগের আরো খবর